পাবনা প্রতিনিধি : পাবনা শহরের একটি বেসরকারি হাসপাতালে নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগে হাসপাতালের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) দুপুরে পাবনা শহরের সেন্ট্রাল হাসপাতাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে, শনিবার (১৮ অক্টোবর) মধ্যরাতে ওই হাসপাতালে ঘটনাটি ঘটে। গ্রেপ্তারকৃত তিনজন হলেন, পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকার আবুল হোসেন (৩০), ভাঙ্গুড়া উপজেলার আব্দুল্লাহ আল মামুন (২৪) এবং পাবনা পৌর সদরের চক পৈলানপুর এলাকার মোত্তাকিন বিশ্বাস (৩৭)। লিখিত অভিযোগে জানা যায়, শনিবার রাতে পাবনা সদর হাসপাতাল সংলগ্ন সেন্ট্রাল হাসপাতালে এক নারী রোগীর সিজারিয়ান অপারেশন হয়। অপারেশন শেষে তাকে ওয়ার্ডে নেওয়ার সময় হাসপাতালের এক কর্মী তাকে যৌন হয়রানি করেন বলে রোগী তার স্বজনদের কাছে অভিযোগ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর স্বজনরা প্রতিবাদ করলে প্রথমে তাদের সঙ্গে হাসপাতাল কর্মীদের বাগবিতণ্ডা হয়।...
Developed by BDITHOST