নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ২:০৬। ১১ সেপ্টেম্বর, ২০২৫।

পাবনায় ৭ দফা দাবিতে ডিপ্লোমা পেশাজীবীদের বিক্ষোভ

সেপ্টেম্বর ১০, ২০২৫ ৯:৪১
Link Copied!

পাবনা প্রতিনিধি : ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও পেশাগত কর্মক্ষেত্রের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ। জাতীয় বৃহত্তর স্বার্থে ৭ দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ও পাবনা জেলা শাখার আয়োজনে বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সরকারি এডওয়ার্ড কলেজ হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

আরও পড়ুনঃ  সেরা লেখক সম্মাননা পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৭ জন শিক্ষার্থী

সমাবেশ বক্তব্য দেন, সংগ্রাম পরিষদের পাবনা জেলা কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. রকিবুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ও পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর প্রকৌশলী মো. উজ্জ্বল হোসেন, যুগ্ম আহ্বায়ক ও ডিইএবি পাবনা জেলা কমিটির আহ্বায়ক প্রকৌশলী রকিবুল হাসান, যুগ্ম সদস্য সচিব তানজীল আবেদীন, ইনস্ট্রাক্টর মো. মহসীন আলী এবং কারিগরি ছাত্র আন্দোলনের নেত্রী সুমাইয়া ইসলাম প্রমুখ।

আরও পড়ুনঃ  জবিতে তরুণ কলাম লেখক ফোরামের ‘লেখক সম্মেলন ও নবীন বরণ’ অনুষ্ঠিত

সমাবেশে পাবনা জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী-শিক্ষকবৃন্দ, বিভিন্ন সার্ভিস অ্যাসোসিয়েশনের ডিপ্লোমা প্রকৌশলী, ব্যবসায়ী ও কর্মপ্রত্যাশী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারসহ প্রায় দুই হাজার মানুষ এতে অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ৩৬৪

পরে উপস্থিত নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।