ঈশ্বরদী প্রতিনিধি: পাঁচ বছর পর আগামী ২৯ জানুয়ারি রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন বিকেলে তিনি রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর সমাবেশকে সফল করতে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) নুরুজ্জামান বিশ্বাস ১০ হাজার নেতাকর্মীদের নিয়ে আসবেন। এই সমাবেশে যোগদানের জন্য ব্যাপক আগাম প্রস্তুতি শুরু হয়েছে। ঈশ্বরদী থেকে বাস, ট্রেন, মাইক্রোবাস, প্রাইভেট গাড়িসহ পদ্মানদীর সাঁড়াঘাট থেকে ইঞ্জিনচালিত নৌকায় করে জনসভায় নেতাকর্মীরা যোগদান করবেন বলে জানা গেছে। পাবনা-৪ আসনের সংসদ সদস্য নূরুজ্জামান বিশ্বাস এমপি বৃহস্পতিবার রাত ৮ টায় আওয়ামী লীগ কার্যালয়ে সমাবেশ সফল করার প্রস্তুতি সভায় বলেন, রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জনসভা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। জনসভা সফল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান তিনি। তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে...
Developed by BDITHOST