
পাবনা প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক সাংবাদিককে ছাত্রলীগের নেতাকর্মী কর্তৃক বেধড়ক পেটানোর ঘটনায় সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সোমবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্মকে ৫ সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন উপাচার্য ড. হাফিজা খাতুন। বিষয়টি নিশ্চিত করে রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম বলেন, আমি বিস্তারিত এই মুহূর্তে বলতে পারবো না। উপাচার্য ম্যাডামের নির্দেশনার কমিটির গঠন প্রক্রিয়াধীন রয়েছে। এখনও ফাইলিং করা হয়নি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন বলেন, ৫ সদস্যের কমিটি গঠন করা হচ্ছে। কালকে হয়তো চিঠি পাবো। কালকে বলতে পারবো কারা থাকছেন কমিটিতে। তবে আমরা আশ্বস্ত করতে পারি দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা...
Developed by BDITHOST