নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। সন্ধ্যা ৬:২১। ১৫ জানুয়ারি, ২০২৬।

পায়ুপথে লুকানো ৯৮৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

জানুয়ারি ১১, ২০২৬ ৫:৩৫
Link Copied!

স্টাফ রিপোর্টার : পায়ুপথে অভিনব কৌশলে বিপুল পরিমাণ ইয়াবা পরিবহণকালে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে র‍্যাব-৫, রাজশাহী। গ্রেফতার ব্যক্তির নাম মো. শাহানুর রহমান ওরফে শাহিন (৩২)। তিনি নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার পানকা গ্রামের মো. রমজান আলীর ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজশাহী জেলার বাঘা উপজেলার আড়ানী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক সেলিম রেজা

র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল জানতে পারে, এক মাদক ব্যবসায়ী ট্রেনযোগে অবৈধ মাদকদ্রব্য নিয়ে রাজশাহীর বাঘার উদ্দেশ্যে রওনা হয়েছে।দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে দেহ তল্লাশি চালানো হয়। এ সময় তার পায়ুপথের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৯৮৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  এবার মেক্সিকোতে সামরিক অভিযানের ইঙ্গিত দিলেন ট্রাম্প

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার শাহিন আন্তঃজেলা মাদক চক্রের একজন সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে ট্রেন ও বাসের মাধ্যমে কক্সবাজার জেলার সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি দরে সরবরাহ করে আসছিলেন।

আরও পড়ুনঃ  ইসলামিক বিপ্লবের পর যেসব ভয়াবহ ঘটনায় কেঁপেছিল ইরান

এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।