
হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় বিষাক্ত রাসায়নিক ড্যামফিক্স (পরিষ্কারক)পান করিয়ে স্ত্রীকে হত্যা চেষ্টা করেছিল পাষন্ড স্বামী রফিকুল। ঘটনার প্রায় সাত মাস পর স্ত্রী আসমানি (৩২) চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৪.৩০ মিনিটে মৃত্যু বরণ করেছে। এঘটনার মামলায় অভিযুক্ত ১ নং আসামী ভিকটিমের স্বামী আব্দুর রশিদ বর্তমানে জেল হাজতে রয়েছে। মামলার দুই নং আসামি ও রশিদের বাবা রফিকুল ইসলামকে (৬০) এই মামলায় হত্যা চেষ্টার প্ররোচনা দানের অভিযোগে গ্রেফতার করা হলেও বর্তমানে সে জামিনে রয়েছেন। মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ২ নম্বর নরদাশ ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মোঃ আমজাদ হোসেনের মেয়ে আসমানী খাতুনের সাথে একই গ্রামের মোঃ রফিকুল ইসলাম এর ছেলে আঃ রশিদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বদমেজাজি পাষন্ড স্বামী আঃ রশিদের সাথে স্ত্রী আসমানী খাতুনের প্রায়শই ঝগড়া বিবাদ...
Developed by BDITHOST