
অনলাইন ডেস্ক : কক্সবাজারের টেকনাফের বাহারছড়া পাহাড়ি এলাকায় কোস্ট গার্ড বিশেষ অভিযান চালিয়ে অপহরণ, মুক্তিপণ আদায় ও পাচারের উদ্দেশ্যে আটক করে রাখা নারী ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করেছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। তবে, কারা তাদের আটক করেছিল এবং এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট পাচার চক্রের সদস্যদের গ্রেপ্তারের বিষয়ে কোস্ট গার্ড এখনও বিস্তারিত কিছু জানায়নি। ৩টা ৩০ মিনিটে টেকনাফের কেরনতলী কোস্ট গার্ড স্টেশনে প্রেস ব্রীফ অনুষ্ঠিত হবে বলে জানান কোস্ট গার্ড। এ ঘটনায় স্থানীয় এলাকায় স্বস্তির পাশাপাশি উদ্বেগও তৈরি হয়েছে, এ ধরনের মানব পাচার ও অপহরণ প্রতিরোধে আরও কঠোর নজরদারির দাবি উঠেছে।
Developed by BDITHOST