
স্টাফ রিপোর্টার : জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার দুপুরে রাজশাহী নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করা হয়। সাহেববাজার জিরোপয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরেও দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের পতন ঘটলেও দেশে এখনও প্রকৃত গণতন্ত্র ও সুশাসন ফিরে আসেনি। দেশের মানুষ আর একদলীয় শাসন দেখতে চায় না। তারা বলেন, আগামীর বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনের কোনো বিকল্প নেই। তাই আগামী নভেম্বরের মধ্যেই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এবং জাতীয়...
Developed by BDITHOST