অনলাইন ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে ৯৭ কোটি রুপি প্রদান করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সর্বশেষ আসরে অংশ নেয়া প্রতিটি ফ্র্যাঞ্চাইজি-ই এই অর্থ পাবে। বুধবার (৩০ জুলাই) পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, আর্থিক হিসাব ও কাঠামোগত জটিলতার কারণে পুরো প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে।
পিএসএলের প্রতিটি দল কেন্দ্রীয় আয় ভাণ্ডার থেকে আনুমানিক ৯৭ কোটি রুপি পাবে। তবে এর মধ্যে খেলোয়াড়দের পারিশ্রমিক এবং সফর ও আবাসনের মতো অপারেশনাল খরচ অন্তর্ভুক্ত নয়। তা ছাড়া দলভিত্তিক স্পন্সরশিপ থেকেও আলাদাভাবে আয় হিসাব করা হচ্ছে। পিসিবির ফাইন্যান্স কমিটি এসব তথ্য জানিয়েছে ।
অবশ্য এই রাজস্ব আয় সত্ত্বেও আর্থিক ক্ষতির মুখে পড়বে মুলতান সুলতান’স। প্রতি মৌসুমে বিপুল অঙ্কের ফ্র্যাঞ্চাইজি ফি দেয় তারা। তবে বাকি দলগুলোকে ক্ষতির মুখে পড়তে হবে না। যদিও চূড়ান্ত হিসাবপত্র এখনও প্রক্রিয়াধীন। কিছু দল এখনও তাদের সম্পূর্ণ হিসাব জমা দেয়নি। যে কারণে খেলোয়াড়রা এখনও তাদের চুক্তিভিত্তিক পারিশ্রমিকের শেষ ৩০ শতাংশের জন্য অপেক্ষা করছে।
টুর্নামেন্ট চলাকালীন অবস্থায় চুক্তির ৭০ শতাংশ অর্থ পরিশোধ করতে হয়। আর বাকি ৩০ শতাংশ ফাইনালের পর। এই অর্থ পরিশোধের দায়িত্ব অবশ্য বোর্ডের। তবে যারা ইনজুরির কারণে ম্যাচ মিস করেছেন, তারা ফি বাবদ অর্ধেক পান। আর যারা একেবারেই খেলার সুযোগ পাননি, তারা পান ২০ শতাংশ। তবে কিছু ফ্র্যাঞ্চাইজি আছে যারা এসব নিয়ম অনুসরণ করে না।
জানা গেছে, অভ্যন্তরীণ ব্যবস্থাপনার ধীরগতির কারণেই এসব বিলম্ব হচ্ছে। এশিয়া কাপের দায়িত্বে থাকায় নতুন চিফ অপারেটিং অফিসার সালমান নাসের এখন ব্যস্ত আছেন। যে কারণে পিএসএল সংক্রান্ত কাজকর্ম থমকে আছে। তবে পিসিবি জানিয়েছে, ৫ জুলাইয়ের পর বাকি থাকা ৫০ শতাংশ রাজস্ব শিগগিরই পরিশোধ করা হবে। এ ছাড়া খেলোয়াড়দের পাওনা টাকাও দ্রুত পরিশোধ করা হবে।