
স্টাফ রিপোর্টার: পিছিয়ে পড়া ওয়ার্ডগুলোর উন্নয়নের জন্য আরেকবার মেয়র হিসেবে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। রোববার বিকেলে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের জাহাজঘাট এলাকায় গণসংযোগে গিয়ে তিনি ভোটারদের এই আহ্বান জানান। এদিন বিকালে জাহাজঘাট ছাড়াও খোঁজাপুর, স্কুলমোড়, সাতবাড়িয়া, ডাঁশমারি, মিজানের মোড়সহ আশপাশের গণসংযোগ ও পথসভা করেন সদ্য সাবেক সিটি মেয়র খায়রুজ্জামান লিটন। এ সময় মানুষের কাছে রাজশাহীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য নৌকা মার্কায় ভোট চান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য। পথসভায় এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ হাজার ৭০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বরাদ্দ দেন। সেই প্রকল্পের মাধ্যমে নগরীতে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়েছে। সবুজ, পরিচ্ছন্ন, আলোকিত ও বাসযোগ্য নগরী পেয়েছে...
Developed by BDITHOST