নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। সন্ধ্যা ৭:০০। ১৫ মে, ২০২৫।

পিতার কবর জিয়ারত করলেন এমপি বাদশা

নভেম্বর ২২, ২০২২ ৭:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা তার পিতা অ্যাডভোকেট খন্দকার আশরাফ হোসেনের কবর জিয়ারত করেছেন। মঙ্গলবার সকালে রাজশাহী নগরীর মহিষবাথান কবরস্থানে গিয়ে তিনি পিতার কবর জিয়ারত করে দোয়া করেন।

আরও পড়ুনঃ  তানোরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপন

এসময় নগরীর মদিনাতুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মোকাদ্দাসুল ইসলাম, রাজশাহী দারুস সালাম আলিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মঞ্জুর মোর্শেদ হাসান চুন্না, অধ্যক্ষ শহিদুল ইসলাম, হাফেজ রবিউল ইসলামসহ বিভিন্ন মাদরাসার মুসল্লীগণ উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সাহেব বাজার বড় মসজিদের খতিব ও ইমাম মাওলানা আব্দুল গনি।

আরও পড়ুনঃ  নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি শুরু

আজ বুধবার রাজশাহীর বিশিষ্ট আইনজীবী খন্দকার আশরাফ হোসেনের ৩১তম মৃত্যুবার্ষিকী। ১৯৯১ সালের ২৩ নভেম্বর খন্দকার আশরাফ হোসেন ইন্তেকাল করেন। ১৯১৯ সালে জন্ম নেয়া খন্দকার আশরাফ ১৯৫৩ সালের ২০ মার্চ আইনজীবী হিসেবে রাজশাহী বারে যোগদান করেছিলেন। ৩১তম মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত ও দোয়া করতে গিয়ে সন্তান ফজলে হোসেন বাদশা কবরের সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।