
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পুকুরে বিষ দিয়ে ২৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। বুধবার রাতে পুরাবাড়ি এলাকার মাছ চাষি বেলাল উদ্দিনের দুটি পুকুরে বিষ দেওয়া হয়। পুকুর মালিক বেলাল উদ্দিন বলেন, ‘আজ বৃহস্পতিবার সকালে পুকুরে মাছগুলো মরে ভেসে উঠতে দেখে পুকুর পাহারাদার ও স্থানীয়রা আমাকে খবর দেয়। পরে পুকুরে এসে পুলিশকে বিষয়টি জানায়। এ সময় পুকুরের পাশ থেকে কীটনাশকের বোতল উদ্ধার করা হয়।’ বেলাল উদ্দিনের দাবি, পুকুরে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের মাছ ছিল। এ ঘটনায় তিনি আজ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের বজরাটেক গ্রামের মশিউর রহমান মাসুদ পুকুরে বিষ দিয়ে তাঁর ১৫ বিঘার দুটি জলকরের সব মাছ মেরে ফেলেছে। ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম...
Developed by BDITHOST