স্টাফ রিপোর্টার,পুঠিয়া(রাজশাহী) : রাজশাহীর পুঠিয়া উপজেলায় আইন শৃঙ্খলা কমিটি ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম নূর হোসেন নির্ঝর।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম মন্ডল, উপজেলা জামায়াতের আমির মুনজুরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, বেলপুকুর থানার অফিসার ইনচার্জ সুমন কাদেরী, পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী, উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়াজ খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আক্তার, সমাজসেবা অফিসার রবিউল করিম, প্রাণিসম্পদ অফিসার ডা. রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, বানেশ্বর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলালসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সভায় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।