নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ১:১৮। ১৮ মে, ২০২৫।

পুঠিয়ায় আখ ক্ষেতে অর্ধগলিত ব্যাক্তির লাশ

মে ১৭, ২০২৫ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর থানাধীন ভড়ুয়াপাড়া(বুয়ালকুল বিল) আখ ক্ষেতের মধ্যে থেকে অজ্ঞাত ব্যাক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ( ১৭ মে) সন্ধ্যার পূর্বে বেলপুকুর ভড়ুয়া পাড়া বাইবাশ রাস্তার ব্রিজের পশ্চিম পাশের আখ ক্ষেতের ভেতরে লাশ পাওয়া যায়।

পুলিশ সূত্রে জানা যায়, একজন কৃষক মাঠে আসলে অনেক দূর্গন্ধ পেয়ে কৌতুহল বসত সেখানে গিয়ে অর্ধগলিত লাশ দেখে তাৎক্ষণিক বেলপুকুর থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনা স্থলে পৌছায় বেলপুকুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ।

আরও পড়ুনঃ  চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সুনির্দিষ্ট রূপ দিতে চায় কমিশন : আলী রীয়াজ

বিষয়টি নিশ্চিত করে আবুল কালাম আজাদ বলেন, সন্ধ্যার পূর্বে খবর পাই বেলপুকুর ভড়ুয়াপাড়া ব্রিজের পাশের আখ ক্ষেতে অর্ধগলিত ব্যাক্তির লাশ পাওয়া গেছে। আমি সহ আমার ফোর্স ঘটনাস্থলেই আছি, তবে কার লাশ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। বেলপুকুর ব্রীজের উপড় ৪৫-৫০ বছরের এক ভারসম্যহীন এক ব্যক্তি থাকতো, সেও সেখানে নেই, লাশটি ঐব্যক্তি্র হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। লাশ পোস্টমর্টেম এর পর জানা যাবে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, আরএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার শামছুল আরেফিন। রাজশাহী পিবিআই এর ইনচার্জ জালাল উদ্দীন। তবে পিবিআই এর কর্মকর্তা জানিয়েছেন, মৃত্যু দুই সপ্তাহ বেশি হওয়ায় কোনো ভাবেই আঙ্গুলের ছাপ নেয়া সম্ভব হয়নি। পরে রাজশাহী থেকে সিআইডি টিম ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলমত সংগ্রহ করেন।

আরও পড়ুনঃ  গাজায় গণহত্যা চলছেই, নিহত ছাড়িয়ে গেল ৫৩ হাজার

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।