
এস এম আব্দুর রহমান, পুঠিয়া: পুঠিয়ায় অপহরণের ৫ দিন পর উদ্ধার হয়নি স্কুল ছাত্রী অরণী আক্তার আঁখি (১৫)। গত রবিবার (১৯ সেপ্টেম্বর) সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে অপহরণের শিকার হয় আখি। ঘটনাটি ঘটেছে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কার্তিকপাড়া পোড়াদহ ব্রিজে সংলগ্ন পুঠিয়া-তাহেরপুর সড়কে। অপহরণের শিকার স্কুল ছাত্রী আখি উক্ত ইউনিয়নের কাশিয়াপুকুর গ্রামের ওমান প্রবাসী আলতাব হোসেনের মেয়ে। জানাগেছে, গত রবিবার সকাল ৭ টার সময় প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে পুঠিয়া তাহেরপুর সড়কের পুড়াদহ ব্রিজের কাছে পৌছানো মাত্রই পূর্ব পরিকল্পিতভাবে বড়বড়িয়া গ্রামের আব্দুলের ছেলে সেলিম (২৪) ও তার সহযোগি একই গ্রামের মৃত সোবহানের ছেলে তাইজুল ইসলাম, রেজাউলের ছেলে শুভসহ ৬জন মিলে একটি মাইক্রোবসে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরে আঁখির মা শিরিনা বেগম বাদী হয়ে ৬ জনকে আসামী করে পুঠিয়া...
Developed by BDITHOST