নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। ভোর ৫:৪২। ২ জুলাই, ২০২৫।

পুঠিয়ায় ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মে ১৫, ২০২৫ ১১:৫৪
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়ায় ২৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। বুধবার (১৪ মে) বেলা সোয়া ২টার দিকে উপজেলার শিবপুরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  ৯ দফা দাবিতে রাবি প্রশাসনিক ভবন ঘেরাও

গ্রেফতার ব্যক্তির নাম মোহাম্মদ ফারুক শেখ (৩৪)। তিনি পুঠিয়ার শিবপুরহাট গ্রামের বাসিন্দা। র‌্যাব-৫ এর সিপিএসসি রাজশাহীর একটি দল এ অভিযান চালায়। বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে শতকেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

র‌্যাব জানায়, ফারুক শেখ শিবপুরহাট এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে গাঁজা, ফেন্সিডিল, ট্যাপেন্টাডলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন।

এ ব্যাপারে তার বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।