পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার এর উন্নয়ন ভাবনায় পুঠিয়া শির্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে নবাগত উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস,উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা প.প.অফিসার ডা: সূচনা মনোহারা থানা অফিসার ইনচার্জ কবির হোসেন,বেলপুকুর থানার অফিসার ইনচার্জ সুমন কাদেরী, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল,পুঠিয়া উপজেলা বিএনপি আহবায়ক ও কেন্দ্রীয় নেতা আবু বক্কর সিদ্দিক, কৃষক দলের সাবেক সভাপতি রোকনউজ্জাম আলম, সাবেক মেয়র আল মামুন খান,, সাবেক যুবদলের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, রাজশাহী জেলা যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার আহমেদ ভুট্টাে, জামাতের পুঠিয়া উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী, উপজেলা জামাতের সাধারণ সম্পাদক এ এইচ এম মুনরুল হক।
এছাড়াও উক্ত মতবিনিময় ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার গন, সাংবাদিকগন, সুশীল সমাজ, শিক্ষক প্রতিনিধীসহ বিভিন্ন শ্রেনীর পেশাজীবির মানুষ উপস্থিত ছিলেন।