
স্টাফ রিপোর্টার, পুঠিয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বানেশ্বর ইউনিয়নের নির্বাচনী কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৩নভেম্বর) বিকাল ৪:৩০টায় রাজশাহীর পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজার মুড়ি মিলে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বানেশ্বর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক মোঃ হযরত আলী সরকারের সভাপতিত্ব সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া-দূর্গাপুর-৫ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও রাজশাহী জেলা বিএনপি সদস্য, অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। বিশেষ অতিথি ছিলেন, বিএনপি মিডিয়া সেল ও কেন্দ্রীয় কৃষক দল যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা। এছাড়া উপস্থিত ছিলেন, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক (দুলাল), বানেশ্বর বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আজিজুল বারি মুক্তা, বানেশ্বর বণিক সমিতির সভাপতি মতিউর রহমান মতি, বানেশ্বর ইউপি সদস্য আলমগীর হোসেন(আলম), আজিজ মেম্বার, জুলফিকার রহমান ভুট্রু, আব্দুল...
Developed by BDITHOST