
স্টাফ রিপোর্টার, পুঠিয়া : বিএনপির প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম এর সাথে পেশাজীবী সংগঠন পুঠিয়া দলিল লেখক কল্যাণ সমিতির সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) পুঠিয়া দলিল লেখক সমিতির কার্যালয়ে দুপুর ১২টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দলিল লেখক কল্যাণ সমিতির পুঠিয়া উপজেলা শাখার আয়োজনে মতবিনিময় সভায় বিএনপির প্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, তাঁর সুযোগ্য ছেলে ব্যারিস্টার আবু বক্কর সিদ্দিক রাজন। তিনি তার বক্তব্যে বলেন, পুঠিয়া দলিল লেখক সমিতির সাথে আমাদের পরিবার সব সময় জড়িত ছিলো। আগামী ত্রয়োদশ সাংসদ নির্বাচনে আমার পিতা নির্বাচিত হলে তাদের সব ধরনের সহযোগিতা কথা তার বক্তব্যে তুলে ধরেন। এছাড়াও তিনি তার পিতার পক্ষে সকলকে আগামীর সংসদ নির্বাচনে ধানে শীষের পক্ষে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে...
Developed by BDITHOST