স্টাফ রিপোর্টার, পুঠিয়া (রাজশাহী) : পুঠিয়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। গত শুক্রবার (১১ জুলাই) ছিল বিশ্ব জনসংখ্যা দিবস। উক্ত জনসংখ্যা দিবস উপলক্ষে (১৪ জুলাই) আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ, কে, এম নূর হোসেন নির্ঝর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড্ঃ রাশেদুল হাসান শাওন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পুঠিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছাঃ দিলারা খাতুন। আলোচনা অনুষ্ঠান শেষে রাজশাহী জেলার শ্রেষ্ঠ বেলপুকুর ইউনিয়র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, রাজশাহী জেলার শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শীকা, রাজশাহী জেলার শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শক, রাজশাহী জেলার শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হওয়ায় প্রত্যেককে সম্মাননা স্বারক প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা ছিলেন, পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর এফপিআই আসাদুজ্জামান লাল্টু। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা পরিবার পরিকল্ডনচ মাঠ কর্মীগণেরা।