স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়ার সুরজু বেগম (৬০) নামের এক বৃদ্ধাকে খুনের অভিযোগে মামলার অন্যতম প্রধান আসামী ফিরোজ‘কে সাভার থেকে গ্রেফতার করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। ফিরোজের বাড়ি উপজেলার উজালপুর গ্রামে। নিহত বৃদ্ধাও একই গ্রামের বাসিন্দা ছিলেন। গত ২৬ মে বিকেলে এলাকার একটি ভুট্টা খেতে তার লাশ পাওয়া যায়।
এ নিয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছিল। সেই মামলায় ফিরোজকে গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকেলে ঢাকার সাভারের কলমা এলাকায় যৌথভাবে এ অভিযান চালায় র্যাব-৫ এর রাজশাহী সিপিএসসি, র্যাব-৪ এর সিপিসি-২ সাভার ক্যাম্পের একটি দল। বৃহস্পতিবার র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গত ২৬ মে বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির ছাগল আনতে উজালপুর বিলে যান সুরুজ বেগম। কিন্তু তিনি আর ফিরে আসেননি। পরে রাত ৮টার দিকে গ্রামের একটি ভুট্টা খেতে ওড়না দিয়ে মুখ ও গলা পেঁচানো অবস্থায় তার লাশ পাওয়া যায়।
হত্যাকাণ্ডের পর থেকেই র্যাব ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। এর ধারাবাহিকতায় ফিরোজকে গ্রেফতার করা হয়েছে। ফিরোজকে পুঠিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব।