স্টাফ রিপোর্টার (পুঠিয়া)রাজশাহী : পুঠিয়া পৌরসভার ৪নং কৃষ্ণপুর ওয়ার্ডের হাসিবুল ইসলাম নামের এক কৃষকের ২বিঘা কলার গাছ রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাতের যে কোন সময় দুর্বৃত্তরা এ ঘটনাটি ঘটিয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক হাসিবুল ইসলাম জানান, সকালে আমাকে একজন জানায় আমার বাগানের কলার গাছগুলো কে বা কারা কেটে ফেলেছে। বিষটি জানার পর দ্রুত গিয়ে দেখি ছয় শতাধিক গাছসহ কলা কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
তিনি আরও বলেন, গ্রামে কারো সাথে আমার বিরোধ নেই। এছাড়াও তিনি আরো আমি থানায় একটি জিডি করেছি এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনিসহ এলাকাবাসীর। এ ঘটনায় তাঁর লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন ঘটনার সত্যতা শিকার করে বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এ কর্মকর্তা জানান।