নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ৩:৪৫। ২৮ আগস্ট, ২০২৫।

পুঠিয়ায় রাতের আধারে প্রায় ৬ শতাধিক কলার গাছ কেটেছে দুর্বৃত্তরা

আগস্ট ২৮, ২০২৫ ১২:৩২
Link Copied!

স্টাফ রিপোর্টার (পুঠিয়া)রাজশাহী : পুঠিয়া পৌরসভার ৪নং কৃষ্ণপুর ওয়ার্ডের হাসিবুল ইসলাম নামের এক কৃষকের ২বিঘা কলার গাছ রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাতের যে কোন সময় দুর্বৃত্তরা এ ঘটনাটি ঘটিয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক হাসিবুল ইসলাম জানান, সকালে আমাকে একজন জানায় আমার বাগানের কলার গাছগুলো কে বা কারা কেটে ফেলেছে। বিষটি জানার পর দ্রুত গিয়ে দেখি ছয় শতাধিক গাছসহ কলা কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুনঃ  রিমান্ডের পর অসুস্থ, আইসিইউতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট বিক্রমাসিংহে

তিনি আরও বলেন, গ্রামে কারো সাথে আমার বিরোধ নেই। এছাড়াও তিনি আরো আমি থানায় একটি জিডি করেছি এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনিসহ এলাকাবাসীর। এ ঘটনায় তাঁর লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুনঃ  বাউবি নওগাঁ উপ-আঞ্চলিক কেন্দ্রের ভূমি অধিগ্রহণ নামজারী সম্পন্ন

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন ঘটনার সত্যতা শিকার করে বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এ কর্মকর্তা জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।