নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। সন্ধ্যা ৬:৫৯। ৩১ জুলাই, ২০২৫।

পুঠিয়ায় সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু

জুলাই ৩০, ২০২৫ ১০:৩৩
Link Copied!

স্টাফ রিপোটার, পুঠিয়া : পুঠিয়ায় সাপের কামড়ে আলহাজ্ব শুকুর আলী (৫৫) নামের এক ব্যক্তি মৃত্যুবরণ করেছে। মৃত শুকুর আলী উপজেলার জিউপাড়া ইউনিয়নের হাড়োখালি গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে।

গত মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাত্রি ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানাযায়, শুকুর আলীর স্ত্রী হাঁস-মুরগির খুপড়ি ঘরের মুখ বন্ধ করতে গিয়ে একটি বিষধর গোখরা সাপ দেখতে পান। পরে শুকুর আলীর স্ত্রী শুকুর আলীকে সাপের বিষয়টি জানায়। এ সময় শুকুর আলী লাঠি দিয়ে সাপটিকে মারতে গেলে সাপটি তার হাতে কামড়ে দেয়। প্রথমে বিষক্রিয়ার প্রভাব বোঝা না গেলেও কিছু সময় পর শরীর অসুস্থ হতে থাকলে তাকে দ্রুত পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  পবায় মেধাবী শিক্ষার্থীদের রাষ্ট্রীয় সংবর্ধনা

নিহতের ভাতিজা হাফিজুর রহমান জানান, চাচা বুঝতেই পারেননি যে সাপে কামড় দিয়েছে। পরে অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।