নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ৯:৩১। ২৯ সেপ্টেম্বর, ২০২৫।

পুঠিয়ায় ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সেপ্টেম্বর ২৯, ২০২৫ ৭:৫১
Link Copied!

স্টাফ রিপোর্টার,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া থানাধীন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিনব কায়দায় লুকানো ১৬ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, সিপিএসসি রাজশাহীর একটি বিশেষ আভিযানিক দল।

শনিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী থানার ধাতমা গ্রামের আবুল হোসেনের ছেলে ট্রাক ড্রাইভার মোঃ কাশেম আলী (৩২) ও হেলপার রাজশাহী মহানগরের রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকার আফজালের ছেলে মোঃ জয় হোসেন (৩০)।

আরও পড়ুনঃ  আমরা এভাবেই থাকি— কলকাতার গণমাধ্যমকে সম্প্রীতির বার্তা নওশাবার

র‌্যাব জানায়, নাটোর থেকে রাজশাহীর উদ্দেশ্যে আসা একটি ডাবল কেবিন ট্রাকে অভিনয় কৌশলে চালকের সিটের পেছনে থাকা কেবিনের ভিতরে গাঁজা লুকিয়ে রাখা হয়। অভিযানে ট্রাকটি, মাদক, ২টি মোবাইল এবং গাড়ির কাগজপত্র জব্দ করা হয়েছে। ট্রাকের আড়ালে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা সরবরাহ করতো। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী স্থান থেকে মাদক সংগ্রহ করে রাজশাহীতে বিক্রয় করছিল।

আরও পড়ুনঃ  রাজশাহীর লক্ষ্মী নারায়ণ মন্দিরের প্যান্ডেলে বিশাল বার্তা 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।