নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ১:৩৮। ২৪ আগস্ট, ২০২৫।

পুঠিয়ায় ৫৩ বছরের পুরনো রকেট লঞ্চারের শেল নিষ্ক্রিয়, স্বস্তিতে এলাকাবাসী

আগস্ট ২৩, ২০২৫ ৮:৩২
Link Copied!

এস এম আব্দুর রহমান,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার পূর্ব ধোপাপাড়া গ্রামে ৫৩ বছর আগে ব্যবহৃত রকেট লঞ্চারের মোটর শেল সফলভাবে নিষ্ক্রিয় করেছেন রাজশাহী জেলা পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে ধোপাপাড়া গ্রামের হাফিজ মাস্টারের আমবাগানে এই অভিযান চালানো হয়। রাজশাহী বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সাব-ইন্সপেক্টর আমিনুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল এ নিষ্ক্রিয়করণ কাজ সম্পন্ন করে।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রে ৬ হাজারের বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল

পুঠিয়া থানার ইন্সপেক্টর আব্দুল মান্নান জানান, “৫৩ বছর আগে ব্যবহৃত রকেট লঞ্চারের মোটর শেলটি দীর্ঘদিন ধরে থানায় সংরক্ষিত ছিল। আদালতের নির্দেশে আজ এটি নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে।”

আরও পড়ুনঃ  শেখ হাসিনার বক্তব্য প্রচারে সরকারের কঠোর সতর্কবার্তা, তাৎক্ষণিক আইনি ব্যবস্থা

অভিযানের সময় থানার পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। নিষ্ক্রিয় করার খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রা। দীর্ঘদিনের ঝুঁকি অবসানের খবরে তাঁরা স্বস্তি প্রকাশ করেন এবং আইনশৃঙ্খলা বাহিনী ও বোমা নিষ্ক্রিয়কারী দলকে ধন্যবাদ জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।