স্টাফ রিপোর্টার, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর হাটে অবৈধ কারেন্ট জাল বিক্রির সময় অভিযান চালিয়ে জব্দ করেছে পুঠিয়া উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও পুঠিয়া থানা পুলিশ। তবে জালের মালিক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় ২ হাজার ৭০০ মিটার (২৯ টি) কারেন্ট জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য ২৭ হাজার টাকা। পরে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৭ টার দিকে উপজেলার বানেশ্বর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পুঠিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে থানা পুলিশসহ বানেশ্বর বাজারে ভুমি অফিসের সামনে অবৈধ কারেন্ট জাল বিক্রির সময় অবৈধ কারেন্ট জাল গুলো জব্দ করা হয়। এসময় আমাদের উপস্থিতি টের পেয়ে জাল বিক্রেতা পালিয়ে যায়। আটককৃত জালগুলো পুরিয়ে ধ্বংস করা হয়।
এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ কে এম নুর হোসেন নির্ঝর বলেন, উন্মুক্ত জলাশয় ও সংলগ্ন বিলগুলোতে দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থে অবৈধ কারেন্ট জাল বিক্রি বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ সময় ২৭০০ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।