স্টাফ রিপোর্টার,পুঠিয়া (রাজশাহী) : রাজশাহীর পুঠিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র ্যালি, শপত বাক্য পাঠ,,আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ণ অফিসার রুহুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ, কে,এম, নূর হোসেন নির্ঝর।এ সময় শপথ বাক্য পাঠ শেষে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুব সমাজকে ঘরে বসে না থেকে ছোট ছোট খামার করে নিজেরাই নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে পারেন। এমন কি কোন এক সময় এসব ছোট ছোট খামার বড় খামার হয়ে উঠলে তখন অন্য যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, উপজেলা বিভিন্ন দপ্তরের অফিসারগন, ছাত্র প্রতিনিধীবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধীবৃন্দ। অনুষ্ঠানের শেষে দশজন যুবক ও যুব নারীকে মোট আট লক্ষ চল্লিশ হাজার টাকা ঋণের চেক বিতরণ করা হয়।
এছাড়াও বিশ জনকে ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় প্রশিক্ষণ উপকরণ প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, ব্যতিক্রম সামাজিক সংগঠনের পরিচালক সাজ্জাদ হোসেন।