এস এম আব্দুর রহমান, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া-দুর্গাপুর রাজশাহী-৫ আসনের বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিস্কার করা হয়েছে। বহিস্কার হওয়া দুই নেতা হলেন, পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য ইসফা খায়রুল হক শিমুল ও লন্ডন জিয়া পরিষদের সহ-সভাপতি রেজাউল করিম।
বুধবার বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভীল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের জড়িত থাকার জন্য তাদেরকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করা হয়েছে।
বহিস্কৃত বিএনপির দুই নেতা পুঠিয়া-দুর্গাপুর রাজশাহী-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।
