স্টাফ রিপোর্টার, পুঠিয়া (রাজশাহী) : পুঠিয়া সাংবাদিক সমাজের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম ডলারের জন্ম দিনে ব্যতিক্রমী উদ্দ্যোগ হিসেবে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেন।
রবিবার (৩ আগস্ট) তাঁর ৪৩তম জন্ম দিনে ৪৩টি বৃক্ষ ফলদ ও ঔষধী বৃক্ষ রোপণ করা হয়। ঐ দিন দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় চত্তরে, পুঠিয়া সাংবাদিক সমাজের কার্যালয়ের সামনে ও উপজেলার গুরুত্বপূর্ণ মোড়সহ সড়কের দুইপার্শ্বে এসব চারাগাছ রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার এ,কে,এম, নূর হোসেন নির্ঝর, পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস, পুঠিয়া সাংবাদিক সমাজের সভাপতি শেখ রেজাউল ইসলাম লিটন, সাংবাদিক সমাজের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম ডলার,সাংবাদিক সমাজের অর্থ সম্পাদক এস, এম আব্দুর রহমান, শিক্ষক মুকুল ও ফারুক হোসেন।