
সংবাদ বিজ্ঞপ্তি: “পথশিশুদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে সঠিক পুনর্বাসন ও পরিচর্যার মাধ্যমে এই ঝুঁকিপূর্ণ শিশুদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। এরফলে রাষ্ট্রের মূল্যবান সম্পদে পরিণত হবে তারা।” শুক্রবার (২৪ অক্টোবর) সকালে রাজশাহীতে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনকালে এ মন্তব্য করেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক ও সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র কর্মসূচির পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ মিয়া। তিনি জানান, সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে সুবিধাবঞ্চিত, ঝুঁকিপূর্ণ এবং বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক সমস্যায় থাকা শিশুরা আশ্রয় পায়। এর মধ্যে রয়েছে মা-বাবাহীন শিশু, গৃহহীন শিশু এবং অপরাধ জগতে প্রবেশের ঝুঁকিতে থাকা শিশুরা। তাদের নিরাপত্তা, পুনর্বাসন এবং সামাজিক একীভূতকরণের লক্ষ্যেই এই কার্যক্রম পরিচালিত হয়। তিনি বলেন, সরকার ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ বাস্তবায়ন করছে। সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সরকারি...
Developed by BDITHOST