নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। রাত ১:৪৯। ২৪ মে, ২০২৫।

‘পুরুষরা বোঝে কম, আমি হাল ছেড়ে দিয়েছি’

মে ২৩, ২০২৫ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : প্রেমের ওপর একটা সময় ভরসা ছিল ওপার বাংলার অভিনেত্রী মিশমি দাসের। অভিনয় ছেড়ে প্রেম করার জন্য শহরের বাইরেও গিয়েছিলেন তিনি। বর্তমানে সিংগেল লাইফ কাটাচ্ছেন। কিন্তু পুরুষদের প্রতি এই অভিনেত্রীর রয়েছে তিক্ততা। তাই তো বলেই ফেললেন, পুরুষদের সৃষ্টি করা সৃষ্টিকর্তার ভুল।

মিশমি বললেন, ‘ভগবান নারী আর পুরুষ বানিয়েছেন। এটা ভগবানের ভুল। পুরুষরা অসংবেদনশীল। ওদের বোঝার ক্ষমতা কম। এত বছরে সিংগেল থেকে আমি অনুভব করেছি, ওদের বোঝার ক্ষমতা যখন কম, তখন ওদেরকে আমার চাই না।’

আরও পড়ুনঃ  সিরিজ বাঁচানোর ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

অবশ্য পুরুষ বলতে ‘সংবেদনশীল পুরুষ’ হলে চলবে তার-এমনই মত অভিনেত্রীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিশমির প্রেমজীবন প্রসঙ্গে উঠে আসে এমন কথা। অভিনেত্রীর ভাষ্য, ‘আশা করি ৬০-৭০ বছর বয়সে সংবেদনশীল কাউকে পেতে পারি। কিন্তু এখন আমি কাউকে খুঁজছি না। কাউকে জীবনে ঢুকতে দিতে চাই না। আমি হাল ছেড়ে দিয়েছি।’

আরও পড়ুনঃ  আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে : ফখরুল

তবে শোনা যাচ্ছে, টালিউডে অনেক অভিনেত্রীরাই নাকি এখন সিংগেল থাকতে চাইছেন। যাদের অধিকাংশই প্রেমঘটিত। অর্থাৎ, হয়তো একসময়ে প্রেম করেছেন, কিন্তু সেখানে এতটাই তিক্ত অভিজ্ঞতা হয়েছে যে তার প্রভাব কাজের জীবনেও পড়েছে। সে দিক থেকে চিন্তা করে মিশমি এমন মন্তব্য করতে পারেন বলে অনুমান তার ভক্তদের।

আরও পড়ুনঃ  ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি হামলায় নিহত ৪৪ : উদ্ধারকারী

এই মুহূর্তে মিশমির ‘ফুলকি’ ধারাবাহিকটা চর্চায়। সম্প্রতি ৭০০ পর্ব হয়েছে এই ধারাবাহিকের। সেখানে মিশমির চরিত্রটি গুরুত্বপূর্ণ, সঙ্গে দর্শকের বিশেষ পছন্দেরও এই অভিনেত্রী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।