স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর দামকুড়া থানার সোনাইকান্দি (পূর্বপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে ১০ বোতল নেশাজাতীয় বেরিকফসহ ১ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মো: আমির চাঁদ (৩৩), রাজশাহী নগরীর দামকুড়া থানার সোনাইকান্দি (পূর্বপাড়া) এলাকার মো: হাবিবুর রহমানের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানান, মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত পৌনে ১১টায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, দামকুড়া থানার সোনাইকান্দি (পূর্বপাড়া) এলাকায় একজন ব্যক্তি নেশাজাতীয় বেরিকফ বিক্রি করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ তার দেহ তল্লাশি করে তার হাতে থাকা একটি ব্যাগে ১০ বোতল কোডিন ফসফেট ও ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইডযুক্ত বেরিকফ উদ্ধার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আমির চাঁদ স্বীকার করেন যে, সে বিক্রির উদ্দেশ্যে এসব নেশাজাতীয় মাদকদ্রব্য নিজের কাছে রেখেছিলেন এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক ব্যাবসার সঙ্গে জড়িত। তার নামে আরএমপি’র বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
