নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। সন্ধ্যা ৬:১৩। ৯ ডিসেম্বর, ২০২৫।

পুলিশের অভিযানে ১০ বোতল বেরিকফসহ গ্রেপ্তার ১

ডিসেম্বর ৯, ২০২৫ ৪:৩৫
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর দামকুড়া থানার সোনাইকান্দি (পূর্বপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে ১০ বোতল নেশাজাতীয় বেরিকফসহ ১ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তি মো: আমির চাঁদ (৩৩), রাজশাহী নগরীর দামকুড়া থানার সোনাইকান্দি (পূর্বপাড়া) এলাকার মো: হাবিবুর রহমানের ছেলে।

আরও পড়ুনঃ  প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমরা প্রত্যেকেই দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছি -বিভাগীয় কমিশনার

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানান, মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত পৌনে ১১টায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, দামকুড়া থানার সোনাইকান্দি (পূর্বপাড়া) এলাকায় একজন ব্যক্তি নেশাজাতীয় বেরিকফ বিক্রি করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ তার দেহ তল্লাশি করে তার হাতে থাকা একটি ব্যাগে ১০ বোতল কোডিন ফসফেট ও ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইডযুক্ত বেরিকফ উদ্ধার করেন।

আরও পড়ুনঃ  বাঘায় তিন স্থানে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: জনমনে আতঙ্ক

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আমির চাঁদ স্বীকার করেন যে, সে বিক্রির উদ্দেশ্যে এসব নেশাজাতীয় মাদকদ্রব্য নিজের কাছে রেখেছিলেন এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক ব্যাবসার সঙ্গে জড়িত। তার নামে আরএমপি’র বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  রোকেয়া দিবস আজ

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।