অনলাইন ডেস্ক : পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। বুধবার (৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে পুলিশের বিভিন্ন পর্যায়ের ১৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে তিনজন ডিআইজিকে অতিরিক্ত আইজিপির (চলতি দায়িত্বে) পদে উন্নীত করা হয়েছে।
প্রথম প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়,
. সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন শিল্পাঞ্চল পুলিশের মো. ছিবগাত উল্লাহ।
. শিল্পাঞ্চল পুলিশের নতুন প্রধান হিসেবে আসছেন সিআইডির গাজী জসীম উদ্দিন।
. পুলিশ টেলিকমের দায়িত্ব পেয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন।
. পুলিশ একাডেমি, সারদা’র নতুন প্রিন্সিপাল হয়েছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. তাওফিক মাহবুব চৌধুরী।
এছাড়া ওই প্রজ্ঞাপনে আরও দুজন ডিআইজিকে নতুন দায়িত্বে আনা হয়েছে—
. ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক।
. এসপিবিএনের ডিআইজি করা হয়েছে পুলিশ সদর দপ্তরের ড. শোয়েব রিয়াজ আলমকে।
দ্বিতীয় প্রজ্ঞাপনে যাঁরা বদলি হয়েছেন:
. মো. ইকবাল: এবিপিএন-১২-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি)
. একেএম মোশাররফ হোসেন মিয়াজী: বিশেষ শাখা (এসবি), অতিরিক্ত ডিআইজি
. মো. আব্দুর রাজ্জাক: রংপুর আরআরএফ, অতিরিক্ত ডিআইজি
. মোহাম্মদ হারুন-অর-রশিদ: এবিপিএন-৫ অধিনায়ক
. মো. মিজানুর রহমান ও সৈয়দা জান্নাত আরা: রংপুর পিটিসি, অতিরিক্ত ডিআইজি
. শামীমা আক্তার: অ্যান্টি টেরোরিজম ইউনিট, অতিরিক্ত ডিআইজি
. মোহাম্মদ মোখলেছুর রহমান: খাগড়াছড়ি এবিপিএন বিশেষ ট্রেনিং সেন্টার
. এএইচএম আব্দুর রকিব: নোয়াখালী পিটিসি, অতিরিক্ত ডিআইজি
মঙ্গলবারের একটি আলাদা প্রজ্ঞাপনে আরও পাঁচ কর্মকর্তার নতুন দায়িত্ব নির্ধারণ করা হয়েছে।
. ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হয়েছেন পুলিশের বিশেষ শাখার ডিআইজি মো. সরওয়ার।
. ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার হয়েছেন পুলিশ সদর দপ্তরের মো. আতিকুর রহমান এবং সারদা পুলিশ একাডেমির মোহাম্মদ এনামুল হক।
. হবিগঞ্জের পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন এসবি’র এএনএম সাজেদুর রহমান।
. পূর্বের আদেশ বাতিল করে পুনরায় বহাল রাখা হয়েছে ঢাকা রেঞ্জের পুলিশ সুপার আসলাম শাহজাদাকে।-ইত্তেফাক