
অনলাইন ডেস্ক : পুলিশের ঊর্ধ্বতন আরও ২৩ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত পৃথক দুইটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, এন্টি টেররিজম ইউনিটের (ঢাকা) পুলিশ সুপার মো. শাহরিয়ারকে একই ইউনিটে অতিরিক্ত ডিআইজি, এসবির বিশেষ পুলিশ সুপার ড. মোহাম্মদ আবদুল কাদেরকে একই ইউনিটের অতিরিক্ত ডিআইজি, সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ তালুকদারকে ঢাকার এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি, পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি মো. জান্নাতুল হাসানকে একই ইউনিটে অতিরিক্ত ডিআইজি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার মো. রেজাউর রহমানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের(কেএমপি) উপ-কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পৃুলিশের(সিএমপি) অতিরিক্ত উপকমিশনার হাসান মোস্তফা স্বপনকে সিএমপির উপ-কমিশনার, ঢাকায় এসবির অতিরিক্ত পুলিশ সুপার আমীনুল ইসলামকে ঢাকায় এসবির বিশেষ পুলিশ সুপার, ঢাকা...
Developed by BDITHOST