অনলাইন ডেস্ক : জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধা দাবি করা তরুণদের সংঘর্ষে জাতীয় সংসদ ভবন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। বিক্ষিপ্ত জুলাই সদস্যরা সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে ফেলেছে। তারা বাইরে বের হয়ে বেশ কয়েকটি ট্রাক ও বাস ভাঙচুর করেছে। পুলিশের ব্যারিকেডের জন্য ব্যবহৃত ‘রোড ব্লকার’গুলো একত্রিত করে আগুন ধরিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। এতে ওই সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এমনকি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউয়ে সেচ ভবনের সামনে তৈরি করা অস্থায়ী তাঁবুতেও আগুন ধরিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মানিক মিয়া এভিনিউ থেকে জুলাই যোদ্ধা দাবি করা তরুণদের সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তারা এখন আসাদগেটের ওই পারে লালমাটিয়া এলাকায় অবস্থান করছেন। পরিস্থিতি এখন থমথমে রয়েছে। আগুন দেওয়ার...
Developed by BDITHOST