
অনলাইন ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ খারকিভের প্রধান শহর কুপিয়ানস্কের দখল নিয়েছে অভিযানরত রুশ বাহিনী। রাশিয়ার সেনাবাহিনীর পশ্চিাঞ্চলীয় শাখার শীর্ষ কমান্ডার জেনারেল সের্গেই কুজোভলেভ গতকাল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিশ্চিত করেছেন এ তথ্য। গতকাল বৃহস্পতিবার পুতিনকে কুজোভলেভ বলেন, “রুশ সেনারা কুপিয়ানস্ক শহরকে মুক্ত করেছে। এই শহরটি ছিল ইউক্রেনীয় বাহিনীর পূর্বাঞ্চলীয় দুর্গ এবং প্রধান ঘাঁটি।” কুপিয়ানস্ক রুশ বাহিনীর দখলে চলে যাওয়ার সংবাদটি এমন এক সময়ে এসেছে, যখন কিয়েভ ওয়াশিংটনের কাছ থেকে যুদ্ধ শেষের জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পেয়েছে। ইউক্রেনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ ব্যাপারে এএফপিকে বলেছেন, “আমরা চুক্তির খসড়া পড়েছি এবং আমাদের মনে হয়েছে, (যুদ্ধবিরতির শর্ত হিসেবে) রাশিয়া ইউক্রেনের বিভিন্ন দখলকৃত ভূখণ্ড নিজেদের বলে যে দাবি জানিয়ে আসছে, এই খসড়া তারই প্রতিধ্বনি।” উল্লেখ্য, কৃষ্ণ সাগরে অবস্থিত ক্রিমিয়া উপদ্বীপ ২০১৪ সাগরে দখল করে...
Developed by BDITHOST