বেনাপোল প্রতিনিধি : বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল ¯’লবন্দরে বাংলাদেশে রপ্তানির অপেক্ষায় থাকা পাঁচটি ট্রাক জব্দ করেছে ভারতীয় বিএসএফ ও কাস্টমস। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে প্রায় ১৫ কোটি টাকার বিভিন্ন পণ্য আটক করা হয়। ভারত সরকারের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থাএনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ও কাস্টমস যৌথভাবে আটককৃত ট্রাকগুলোর মালামাল খতিয়ে দেখছে। বিষয়টি বিভিন্ন মাধ্যমে বুধবার জানাজানি হলে তোলপাড় শুরু হয় দু‘দেশের বন্দরে। পেট্রাপোল বন্দরে ভারতীয় রপ্তানীপণ্য আটকের ঘটনায় দু‘দেশেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নড়েচড়ে বসেছে দু‘দেশের কাস্টমস কর্তৃপক্ষ। তবে কপালে চিন্তার ভাঁজ পড়েছে দু‘দেশের আমদানি-রপ্তানিকারকের মাঝে। ব্যবসায়িক মহল আশংকা করছেন অসাধু ব্যবসায়ীদের কারনে ভারতীয় পেট্রাপোল বন্দরে এই রপ্তানিপণ্য আটকের ঘটনায় অন্যান্য পণ্যের কড়াকড়ি বৃদ্ধি পাবে। ভারতের পেট্রাপোল ব্যবসায়ী সূত্রে জানা যায়, এই পণ্যের বাংলাদেশের মালিক বেনাপোলের কথিত আমদানিকারক...
Developed by BDITHOST