নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। রাত ১২:২৭। ২৪ জুলাই, ২০২৫।


Girl in a jacket

পোরশায় নিজ বাড়ি থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার

জুলাই ২৩, ২০২৫ ৪:২৯
Link Copied!

­­­নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পোরশায় নিজ বাড়ি থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার সকালে উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলী ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে হাই বাবু (৪৭) এবং তাঁর স্ত্রী মোমেনা বেগম (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও পরিবার নিয়ে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন হাই বাবু ও মোমেনা। সকালে তাঁদের মেয়ে ঘুম থেকে উঠে মাকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। একই সঙ্গে দেখতে পায়, ঘরের তীরের সঙ্গে ঝুলছেন বাবা।

আরও পড়ুনঃ  তানোরে হাট বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে বয়াল মাছের বাচ্চাসহ রেনু পোনা

চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁরা ঘরে ঢুকে স্বামী-স্ত্রীকে মৃত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে হামলার পর আওয়ামী লীগ তওবার সুযোগও হারিয়েছে: হাসনাত

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।