অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের ব্যবস্থা চালু হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা অঞ্চলের মোট ২২ হাজার ৭৫৩ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে ২০ হাজার ৫৬২ জন পুরুষ ভোটার এবং ২ হাজার ১৯১ জন নারী ভোটার। দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে দক্ষিণ কোরিয়ায় ৮ হাজার ১৭৭ জন, জাপানে ৫ হাজার ৩৩২ জন, দক্ষিণ আফ্রিকায় ৩ হাজার ২৬৯ জন, চীনে ১ হাজার ৪৬২ জন এবং অস্ট্রেলিয়ায় ১ হাজার ৩৭০ জন ভোটার রয়েছেন। নির্বাচন কমিশন ডাক বিভাগের সঙ্গে মতবিনিময় করেছে, যাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটিং সঠিকভাবে...
Developed by BDITHOST