নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। সন্ধ্যা ৬:১৮। ১৫ জানুয়ারি, ২০২৬।

পোস্টাল ব্যালট নিয়ে সিইসির কাছে উদ্বেগ জানাল বিএনপি

জানুয়ারি ১৫, ২০২৬ ৩:২২
Link Copied!

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের একটি দেশে নির্বাচন কমিশনের পোস্টাল ব্যালটের অনেকগুলো খাম গণনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করে এ উদ্বেগের কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

নির্বাচন কমিশন থেকে বেরোনোর পথে সালাহউদ্দিন সাংবাদিকদের বলেন, ‘কয়েকটি বিষয়ে আইনি ব্যাখ্যা দিয়েছি। কয়েকটি বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছি। পোস্টাল ব্যালট নিয়ে আগের মতোই উদ্বেগ প্রকাশ করেছি। কাজটা ঠিকমতো হয় নাই। সংশ্লিষ্ট সবাইকে ইসির কাছে উত্তর দিতে হবে।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ‘আমরা নির্বাচন কমিশনে আসছিলাম প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলতে। আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছি। আইনি বিষয়ে আচরণবিধি নিয়ে কথা বলেছি।’

আরও পড়ুনঃ  বাগমারায় স্কুল শাখায় শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হেলাল উদ্দীন

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘ব্যালট পেপার যেগুলো বিদেশে পাঠানো হয়েছে সেগুলো সেখানকার বেশ কয়েকটি বাসায় পাওয়া যাচ্ছে। পোস্টাল ব্যালট এবার প্রথম। তাই আমরা বুঝতে পারছি, তাদের অনেক সীমাবদ্ধতা আছে। কিন্তু আমাদের দাবি এই সুযোগে কেউ যাতে ভিক্টিমাইজ না হয়। যে ভুলভ্রান্তি হচ্ছে তাতে বিএনপি ভিকটিমাইজড। ইসিকে বলেছি এ বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে।’

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পোস্টাল ব্যালট দেশের অভ্যন্তরে সবচেয়ে বেশি ব্যবহার করা হবে। তাই আমাদের দাবি সমস্ত মার্কা দিয়ে ব্যালট পেপার দেওয়ার দরকার নেই। শুধু যে নির্বাচনী এলাকায় যে সকল প্রার্থী আছে তাদের মার্কা দিয়ে ব্যালট পেপার ছাপানোর অনুরোধ জানিয়েছি।’

সিইসির সঙ্গে সাক্ষাতের বিষয়ে সালাহউদ্দিন আরও বলেন, ‘আচরণবিধি নিয়ে বলেছি। ভোটার স্লিপ প্রদান নিয়েও বলেছি। ভোটার স্লিপে প্রার্থীর নাম থাকলে সহজ হয়। তাদেরকে স্লিপে এসব অন্তর্ভুক্ত করতে বিবেচনা করতে বলেছি।’

আরও পড়ুনঃ  ভোট নিয়ে সশস্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ইসি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সফর বাতিল প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আচরণবিধির কারণে নয়, ইসির অনুরোধে চেয়ারম্যানের সফর স্থগিত করা হয়েছে। এ নিয়ে অন্যান্য দল কুৎসা রটাচ্ছে। সেটাই আচরণবিধি লঙ্ঘন।’

প্রসঙ্গত, বাহরাইনে একটি বাসায় পোস্টাল ব্যালটের অনেকগুলো খাম গণনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে গত মঙ্গলবার। এ নিয়ে আলোচনা–সমালোচনার মুখে গতকাল বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি ব্যাখ্যা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

আখতার আহমেদ বলেন, ‘সেখানে ১৬০টি ব্যালট ছিল। কোনো খাম খোলা হয়েছে, এ রকম কিছু ভিডিওতে দেখা যায়নি। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বিষয়টি দেখছেন। পোস্টাল ব্যালট বিতরণে অনুসরণীয় পদ্ধতির ব্যতিক্রম হয়েছে কি না, তা তদন্ত করে জানাবে বাহরাইনের ডাক বিভাগ (বাহরাইন পোস্ট)।’

ইসি সচিবের ভাষায়, ‘পোস্টাল ভোটের ব্যালট পাওয়ার আনন্দটুকু ধরে রাখতে কেউ এটা ভিডিও করে পোস্ট করেছেন। তবে এটা করা উচিত হয়নি।’

আরও পড়ুনঃ  রাজশাহী সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

গতকাল সন্ধ্যায় নির্বাচন ভবনে আখতার আহমেদ সাংবাদিকদের আরও বলেন, ‘ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে ইসি পোস্টাল ব্যালটগুলো পাঠাচ্ছে। একেক দেশে পোস্টালব্যবস্থা একেক রকম। বাহরাইনের ক্ষেত্রে ১৬০টি পোস্টাল ব্যালট কোনো এক জায়গায় বক্সে (পিজিয়ন হোলের মতো) দেওয়া হয়েছে।’

বিষয়টি ব্যাখ্যা করে ইসি সচিব বলেন, ‘ছাত্রজীবনে হোস্টেলে যেমন একটা জায়গায় চিঠিপত্র রেখে যেত, একটা টেবিলের ওপরে, আমরা সেখান থেকে নিজেরা নিজেরা নিয়ে নিতাম। সে রকম একটা বক্সে ১৬০টি ব্যালট দিয়ে গেছে। ওই বক্সটা যখন বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা এসে খুলেছেন, চার–পাঁচজন, তখন তারা ওটা ভাগ করে যে আমার পাশের ঘরে থাকে ও, আমি এটা নিচ্ছি। আমি ওটা পৌঁছে দেব। ব্যাপারটা এই রকম।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।