
স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে চার মেয়রপ্রার্থীর মধ্যে তিনজন আনুষ্ঠানিক প্রচারে নেমেছেন। শুক্রবার প্রতীক বরাদ্দের পর শনিবার থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন তারা। শনিবার বিকালে বিশাল প্রচার মিছিলে নেতৃত্ব দেন আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। ১৪ দল, রাজশাহী এ আয়োজন করে। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করলেন সদ্য সাবেক এই মেয়র। বিকাল ৫টায় নগরীর জয় বাংলা চত্বর (বাটার মোড়) থেকে এই নির্বাচনী প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে সাহেব বাজার জিরোপয়েন্টে বড় মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। পথসভায় লিটন বলেন, আওয়ামী লীগ দেশের স্বাধনতা এনে দিয়েছে। একমাত্র আওয়ামী লীগই পারে...
Developed by BDITHOST