
 স্টাফ রিপোর্টার : সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী দৈনিক ৭৫০ টাকা হারে ২২ হাজার ৫০০ টাকা বেতনসহ ছয় দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রায় আড়াই হাজার দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক। বুধবার সকালে তারা কর্মবিরতি শুরু করে নগর ভবনের প্রধান ফটক বন্ধ করে দেয়। একই সঙ্গে ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভে অংশ নেয় শ্রমিকরা। এতে কর্মকর্তারা কেউই নগর ভবনে প্রবেশ করতে পারেননি। ফলে সিটি করপোরেশনের প্রশাসনিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে। প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকায় সেবা নিতে এসে সাধারণ নাগরিকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা সরকারি প্রজ্ঞাপনের নির্ধারিত মজুরি অনুযায়ী বেতন পাচ্ছেন না। তাদের দৈনিক ৪৮০ টাকা হারে বেতন দেওয়া হয়। কিন্তু প্রায় পাঁচ মাস আগে ৭৫০ টাকা হারে বেতন দেওয়ার জন্য...
স্টাফ রিপোর্টার : সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী দৈনিক ৭৫০ টাকা হারে ২২ হাজার ৫০০ টাকা বেতনসহ ছয় দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রায় আড়াই হাজার দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক। বুধবার সকালে তারা কর্মবিরতি শুরু করে নগর ভবনের প্রধান ফটক বন্ধ করে দেয়। একই সঙ্গে ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভে অংশ নেয় শ্রমিকরা। এতে কর্মকর্তারা কেউই নগর ভবনে প্রবেশ করতে পারেননি। ফলে সিটি করপোরেশনের প্রশাসনিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে। প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকায় সেবা নিতে এসে সাধারণ নাগরিকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা সরকারি প্রজ্ঞাপনের নির্ধারিত মজুরি অনুযায়ী বেতন পাচ্ছেন না। তাদের দৈনিক ৪৮০ টাকা হারে বেতন দেওয়া হয়। কিন্তু প্রায় পাঁচ মাস আগে ৭৫০ টাকা হারে বেতন দেওয়ার জন্য...
Developed by BDITHOST