
স্টাফ রিপোর্টার : ২১জুন আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনে প্রতিবন্ধী ব্যক্তিদের ভোট প্রদান অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার, রাজশাহী বরাবরে রোববার বেলা ১২টার দিকে রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা সভাপতি আসাদুজ্জামান চৌধুরী রাসেল, শেখ আবু তারেক মুকুল, ইয়াসির আরাফাত ও রকিব প্রামানিকসহ আরো অনেকে। স্মারকলিপিতে উল্লেখ করা হয় রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ২০০৭ সাল হতে প্রতিবন্ধী ব্যক্তিদের মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। আগামী ২১শে জুন তারিখে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিবন্ধী ব্যক্তিদের ভোট প্রদানের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কিছু অধিকার বাস্তবায়ন করা প্রয়োজন বলে উল্লেখ করেন তারা। অধিকার গুলো হলো প্রতিবন্ধী ব্যক্তি দ্বারা সকল ভোট কেন্দ্রে ভোট পর্যবেক্ষনের...
Developed by BDITHOST