নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। বিকাল ৩:১৭। ১৪ মে, ২০২৫।

‘প্রতিশোধ’ নিতে খেলবেন না গার্দিওলা

মে ৯, ২০২৩ ১১:০৯ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্কঃ ‘প্রতিশোধ’ রিয়াল মাদ্রিদ–ম্যানচেস্টার সিটির ম্যাচের আগে বারবার ঘুরে–ফিরে আসছে এই শব্দ। গত মৌসুমে এই রিয়ালের কাছেই সেমিফাইনালে হেরে যে বিদায় নিয়েছিল সিটি। সেই হারের প্রতিশোধ নিয়েই এবার ফাইনালে যাওয়ার সুযোগ সিটির সামনে। রদ্রিসহ সিটির খেলোয়াড়দের কেউ কেউ প্রতিশোধের কথা বললেও, কোচ পেপ গার্দিওলার মনে প্রতিশোধের ভাবনা নেই। তবে জেতার জন্য মরিয়া হয়ে মাঠে নামবেন বলে জানিয়েছেন ম্যান সিটির কোচও।

গত মৌসুমে প্রথম লেগে ৪–৩ গোলে জয়ের পর দ্বিতীয় লেগেও ৯০ মিনিট পর্যন্ত ১–০ গোলে এগিয়ে ছিল সিটি। কিন্তু এরপরই বদলে যায় ম্যাচের চিত্র। রদ্রিগোর জোড়া গোল এবং অতিরিক্ত সময়ে বেনজেমার গোলে সিটিকে নিরাশ করে ফাইনালে চলে যায় রিয়াল।

আরও পড়ুনঃ  ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জন স্কালোনির, প্রতিক্রিয়ায় যা বললেন

সেই হার মেনে নেওয়া কতটা কঠিন ছিল, জানতে চাইলে গার্দিওলা বলেছেন, ‘বেশ কঠিন ছিল। অবশ্যই এটা বেশ কঠিন ছিল। প্রথম লেগ অসাধারণ ছিল। দ্বিতীয় লেগও খুব অসাধারণ না হলেও খুব ভালো ছিল। ফুটবল এমনই। আমাদের ভালো খেলাটা যথেষ্ট ছিল না। জীবন বলেন আর ফুটবল, আপনাকে ঘুরে দাঁড়াতে হবে।’

আরও পড়ুনঃ  স্কাই স্পোর্টসের বর্ষসেরা একাদশে হামজা চৌধুরী

এই ম্যাচে প্রতিশোধ নেওয়ার প্রসঙ্গে গার্দিওলা বলেছেন, ‘আমাদের বাড়তি অনুপ্রেরণার প্রয়োজন নেই। আমরা দুটি ম্যাচেই ভালো খেলেছিলাম। কিন্তু আমরা প্রতিশোধ নিতে আসিনি। আমরা এসেছি শুধু ভালো খেলে ফাইনালে যেতে। আর কিছু নয়। যদি আপনি লক্ষ্যে অবিচল থাকেন, তবে কোনো একদিন আপনি সফল হবেন। মাদ্রিদ ভালোই জানে, এই প্রতিযোগিতায় জিততে কী লাগে।’

আরও পড়ুনঃ  টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করতে চায় ভারত

গতবারের চেয়ে এবারের প্রস্তুতি বেশি ভালো কি না, এমন প্রশ্নের জবাবে গার্দিওলার উত্তর, ‘আমি ইতিবাচক বা নেতিবাচক বলতে পছন্দ করি না। দুই দলেই ৮০–৯০ শতাংশ খেলোয়াড় একই। তবে আমি যা জানি, তা হলো ম্যাচের ফল নির্ধারণ হবে ম্যানচেস্টারে। আর আমাদের প্রতিযোগিতায় জিততে হলে সেরা দলকেই হারাতে হবে। তারা (রিয়াল) দুই দশক ধরে নিজেদের প্রমাণ করেছে।’

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।