অনলাইন ডেস্ক : প্রথমবারের মতো আন্তর্জাতিক ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী বছর ভারতে ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজটি আয়োজন করা হয়েছে। আসন্ন এই সিরিজে স্বাগতিক পাকিস্তান ছাড়াও অংশ নেবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা।
তিনটি দলকেই বিশ্বকাপের আগে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও প্রস্তুতির সুযোগ করে দিতে চায় পিসিবি। সিরিজটি অনুষ্ঠিত হবে আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর। সিরিজের উদ্বোধনী ম্যাচ হবে ১৭ নভেম্বর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তান। এটি হবে আফগানিস্তানের ইতিহাসে পাকিস্তানের মাটিতে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ।
এর আগে পাকিস্তানে পাঁচটি ওয়ানডে খেলেছে আফগানিস্তান। এর মাঝে সর্বশেষ ম্যাচটি ছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির অংশ হিসেবে। ১৯ নভেম্বর রাওয়ালপিন্ডিতে আফগানিস্তান খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর খেলা স্থানান্তরিত হবে লাহোরে।
২২শে নভেম্বর পাকিস্তান-শ্রীলঙ্কা মুখোমুখি হবে। ২৩শে নভেম্বর আবারো পাকিস্তানের বিপক্ষে খেলবে আফগানিস্তান। এরপর ২৫শে নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা। ২৭শে নভেম্বর সিরিজের শেষ গ্রুপ ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে। ২৯শে নভেম্বর লাহোরেই অনুষ্ঠিত হবে সিরিজের ফাইনাল ম্যাচ।
এই ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে অক্টোবর-নভেম্বরে পাকিস্তান আরও একটি হোম সিরিজ আয়োজন করবে। এ সময় পাকিস্তানে সফর করবে দক্ষিণ আফ্রিকা, যেখানে দুইটি টেস্ট (আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ অংশ) ছাড়াও তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। এই সিরিজ ১২ অক্টোবর শুরু হয়ে ৮ নভেম্বর পর্যন্ত চলবে।