অনলাইন ডেস্ক : বিসিবির নতুন পরিচালনা পর্ষদ গঠন হয়েছে গতকাল। আজ মঙ্গলবার বিভিন্ন কমিটির দায়িত্ব পরিচালকদের মাঝে ভাগ করে দেওয়া হয়েছে। প্রথমবারের মতো বিসিবি পরিচালক হয়েছেন খালেদ মাসুদ পাইলট এবং শাহনিয়ান তানিম। সংবাদ সম্মেলনে তানিম কথা বলেছেন বিপিএল নিয়ে, 'আজকে বিপিএল গভর্নিং কাউন্সিলে মিঠু ভাইদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি এই দায়িত্বে মোটেও ইন্টারেস্টেড না কারণ রংপুর রাইডার্স ইজ মাই বেবি। তাই আমি যত বড়ই হয়ে যাই না কেন রংপুর রাইডার্সকে কোনো সময় মন থেকে সরিয়ে দিতে পারবো না।' নিজের সীমাবদ্ধতার কথা জানিয়ে তিনি আরো বলেন, 'আমি আমার সীমাবদ্ধতা জানি—বোর্ড পরিচালক হিসেবে আমি কতটুকু অবদান রাখতে পারব, তা আমার জানা আছে। তবে রংপুর রাইডার্সের জন্য আমার অবদানও সমান থাকবে, কারণ আমাকে বোর্ডের দায়িত্বও পালন করতে হবে।' রংপুরের সঙ্গে যুক্ত থাকার ইচ্ছের...
Developed by BDITHOST