
অনলাইন ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে স্বাগতিক বাংলাদেশ। তবে বাকি দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের দখলে নেওয়ার বিশ্বাস আছে পেসার তানজিম হাসান সাকিবের। বাংলাদেশের এই ক্রিকেটার সেই আত্মবিশ্বাস পেয়েছেন নিজেদের সবশেষ চারটি টি-টোয়েন্টি সিরিজের জয় থেকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তানজিম সাকিব বলেন, ‘আমরা শুরু থেকেই প্রস্তুত ছিলাম। আমাদের আত্মবিশ্বাস ছিল (এই সিরিজেও ভালো করব), কারণ আমরা ভালো করছিলাম টি-টোয়েন্টিতে। আজকে হেরে গেছি, খারাপ দিন ছিল, পরের ২ ম্যাচে আমরা কামব্যাক করব ইনশা-আল্লাহ। এখানে আর ব্যাকফুটে যাওয়ার চান্স নাই। আর এক ম্যাচ হারলেই সিরিজ হেরে যাব। ঘরের মাঠে খেলা অবশ্যই চেষ্টা করব সিরিজ জেতার। বিদেশে যেহেতু জিতে এসেছি, এখানে আমাদের বাড়তি সুযোগ আছে সিরিজ জেতার। অবশ্যই চেষ্টা থাকবে।’ তবে ব্যাটিংয়ে ঘাটতি দেখছেন সাকিব, ‘আমি...
Developed by BDITHOST