নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। রাত ১:৪০। ১৮ জুলাই, ২০২৫।

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সোহেল তাজ ও শারমিন আহমদের সাক্ষাৎ

জুলাই ১৭, ২০২৫ ৭:২৮
Link Copied!

অনলাইন ডেস্ক : বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সন্তান শারমিন আহমদ ও সোহেল তাজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সৌজন্য সাক্ষাৎ করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে সাক্ষাতের একটি ছবি সংযুক্ত করে তথ্যটি জানান।

তাজউদ্দীন আহমদের সন্তানদের এই সাক্ষাৎ এমন এক সময়ে হলো, যখন আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। সাম্প্রতিক গণঅভ্যুত্থানে দলটি ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির সভাপতি শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে অবস্থান করছেন এবং আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ  আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

সোহেল তাজ নবম জাতীয় সংসদে আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তবে তিনি পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন না করে পদত্যাগ করেন। এরপর থেকেই দলটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার দূরত্ব নিয়ে আলোচনা চলে আসছে।

শারমিন আহমদ যুক্তরাষ্ট্রপ্রবাসী লেখক ও গবেষক হিসেবে পরিচিত। তিনি বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতৃত্বের সমালোচনা করে আলোচনায় এসেছেন। তার লেখা গুরুত্বপূর্ণ বইগুলোর মধ্যে রয়েছে ‘তাজউদ্দীন আহমদ : নেতা ও পিতা’ এবং ‘৩ নভেম্বর: জেল হত্যার পূর্বাপর।’

আরও পড়ুনঃ  ৯৬ পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল: ইসি

২০২৪ সালের শেষ দিকে এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আওয়ামী লীগ নেতৃত্বকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।”

এদিকে বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সোহেল তাজ একটি স্ট্যাটাসে দাবি করেন, “গতকাল গোপালগঞ্জে যে হামলা হয়েছে, তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের (নাহিদ, সার্জিস, হাসনাত, জারা) নেতাদের হত্যার হীন প্রচেষ্টা। আমি অবাক হবো না যদি এর নির্দেশ ডেভিল রানী নিজেই দিয়ে থাকেন।”

আরও পড়ুনঃ  রাজশাহীতে গৃহবধূ হত্যা মামলায় শ্বাশুড়ি গ্রেফতার

তবে তার এই মন্তব্যের বিষয়ে এখনো অন্তর্বর্তী সরকার বা সংশ্লিষ্ট পক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।