নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ২:২৩। ৭ সেপ্টেম্বর, ২০২৫।

প্রধান বিচারপতিও কনটেম্পট অব কোর্টের ঊর্ধ্বে নন: অ্যাটর্নি জেনারেল

সেপ্টেম্বর ৬, ২০২৫ ৯:০৮
Link Copied!

অনলাইন ডেস্ক : অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়রাম্যানের মো. আসাদুজ্জামান বলেছেন, প্রধান বিচারপতিও কিন্তু কনটেম্পট অব কোর্টের ঊর্ধ্বে নন।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, ‘লইয়ারদের বিরুদ্ধে কনটেমট হয়, জাজদের বিরুদ্ধে কেন হয় না। প্রধান বিচারপতি আপনার বিচারকদের বলে দিবেন, আমার কোনো লইয়ার যেন কোনো বিচারক দ্বারা অসম্মানিত না হয়। আমি বলেছিলাম বাংলাদেশের প্রায় ৮০ হাজার লইয়ার আপনার আদালতে কর্মকর্তা। প্রিজাইডিং বা জাজ হিসেবে কেউ কোনো লইয়ারের সাথে দুর্ব্যবহার করতে না পারে—এটা আপনি খেয়াল রাখবেন। প্রধান বিচারপতি মনে রাখবেন আপনিও কিন্তু কনটেম্পট অব কোর্টের ঊর্ধ্বে নন।’

আরও পড়ুনঃ  ভার্চুয়ালি হাজিরা দিলেন সাবেক ১৪ মন্ত্রী-এমপিসহ ২২ আসামি

মো. আসাদুজ্জামান বলেন, ‘কোনো বিচারকের আচরণের কারণে যদি বিচার বিভাগের প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়, তাহলে ওই বিচারক আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হবেন।’

আরও পড়ুনঃ  ভারতের পেট্রাপোলে এক আমদানি কারকের ১৫ কোটি টাকার পণ্য আটক

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘কিছু কুলাঙ্গার বিচারপতি বাংলাদেশের বিচার ব্যবস্থার সম্পর্কে মানুষের মধ্যে যে অনাস্থা পরিবেশ সৃষ্টি করেছিল, মুক্তিযুদ্ধের চেতনার নামে যে ধরনের বিচার ব্যবস্থা আমাদের সামনে উপস্থাপন করেছিল এখন থেকে তেমনটা করলে আদালত অবমাননার দোষী সাব্যস্ত হওয়া শুরু হোক।’-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।