নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। সকাল ১০:৩০। ১২ নভেম্বর, ২০২৫।

প্রশংসা কুড়াচ্ছে ‘জীবন পাখি’

সেপ্টেম্বর ১৩, ২০২৩ ৮:৫৪
Link Copied!

স্টাফ রিপোর্টার: বড় পর্দার পর ওটিটিতে মুক্তি পেয়েছে নির্মাতা আসাদ সরকারের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জীবন পাখি’। গত ১০ সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস থেকে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপে চলচ্চিত্রটি বিনা মূল্যে দেখা যাচ্ছে। বড় পর্দার মতোই ওটিটিতেও প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি।

সিনেমাটির ওটিটিতে মুক্তির প্রতিক্রিয়ায় নির্মাতা আসাদ সরকার বলেন, ‘ওটিটিতে মুক্তির পর বেশ সাড়া পাচ্ছি। আসলে সিনেমাটি তরুণ প্রজন্মকে টার্গেট করেই আমরা বানিয়েছিলাম। এখন ওটিটিতে মুক্তি আমাদের সিনেমাটি আরও বেশি তরুণদের কাছে নিয়ে যাবে।’

সিনেমাটি নিয়ে নির্মাতা বলেন, ‘আত্মহত্যা প্রতিরোধে একটি সামাজিক আন্দোলনের অংশ হিসেবে এই সিনেমা নির্মাণ করা হয়েছে। আত্মহত্যা কোনোভাবেই কাম্য নয় এবং কোনো যুক্তিতেই নয়। এই সিনেমার মধ্য দিয়ে যে মেসেজটি দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেটা সবার কাছে পৌঁছানো প্রয়োজন, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে।’

জীবনের উল্টো পিঠেই থাকে মৃত্যু। কিন্তু সেই মৃত্যু অনাকাঙ্ক্ষিত হোক, তা কেউই চায় না। তেমনি কেউ চায় না আত্মহত্যার মাধ্যমে অবসান হোক কোনো জীবনের। তবু তো আত্মহত্যার মিছিল থেমে নেই সংসারে। কী হয় আত্মহত্যার পর একটি পরিবারে? কাছের মানুষগুলো কেমন থাকে তখন? সামজেই বা কী প্রভাব পড়ে আত্মহত্যার? কীভাবে থামানো যায় আত্মহত্যার মহোৎসব, তা নিয়েও চলছে বিস্তর চেষ্টা—কবিতা, গানে, সাহিত্যে, চলচ্চিত্রে। আর আত্মহত্যাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘জীবন পাখি’।

গুণবতী ফিল্মসের ব্যানারে ও জলছবি মিডিয়ার সহযোগিতায় নির্মিত জীবন পাখি সিনেমায় অভিনয় করেছেন মীরাক্কেলখ্যাত আবু হেনা রনি, আজমল হুদা মিঠু, মিম, সুমনা সরকার, আজাদ আবুল কালাম, ফাতেমা তুজ জোহরা প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।